
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ
ছিদ্দিকুর রহমান / শামশুল আলম শারেক, টেকনাফ থেকে
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে এক বস্তাবর্তী ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন কোস্টগার্ড।
গত কাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে টেকনাফের চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন লে: কমান্ডার সালাহউদ্দিন তানভীর রশিদ তানভীর (এক্স), বিএন) গণমাধ্যমকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের চালিয়াতলী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ওই এলাকা হতে এক টি বস্তায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোন পাচারকারীকে না পাওয়ায় ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আরো বলেন,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পাচারকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।