টেকনাফের হ্নীলা দক্ষিণ শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সাংগঠনিক ৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক
সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর আলীখালী মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালু সদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ বিএনপির সম্মেলন প্রস্তুুতি কমিটির সমন্বয় কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি রাশেদুল করিম মার্কিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি সাবেক যুবদল নেতা জালাল উদ্দীন, টেকনাফ উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক নাছির উদ্দীন রাজ, হ্নীলা দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, রুবেল উদ্দিন, হ্নীলা দক্ষিণ যুবদলের আহবায়ক সেলিম সর্দার, সদস্য সচিব মোঃ সেলিম, হ্নীলা দক্ষিণ বিএনপির সাবেক সিঃ সহ সভাপতি আমির হোসেন বাহাদুর, ছাত্র নেতা হেলাল উদ্দিন, কবির আহমদ, পেটান আলী, নুরুল আমিন, বশির আহমদ, নুরু সদাগর সহ অনেকেই।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে কাউন্সিল আহবান করলে সকলের মতামতের ভিত্তিতে কালু সদাগর কে সভাপতি, ফেরদৌস আলম কে সিনিয়র সহ সভাপতি, কবির আহমদ কে সাধারণ সম্পাদক, রশিদ আহমদ কে সিনিয়র যুগ্ম সম্পাদক, কবির আহমদ (২) কে সাংগঠনিক সম্পাদক ও বশির আহমদ কে সহ সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
এ সময় বিএনপি নেতারা বলেছেন, এদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর কোন কথা বলার ও ভোট দেওয়ার অধিকার পায়নি। আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু লোটপাট করেছে। বিএনপি নেতাদের নামে মামলা আর মামলা দিয়ে হয়রানি করেছে । এ সমস্ত অন্যায় করার কারণে আজ তাদের নেন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা যেন আবার আসতে না পারে সে জন্য আমাদের সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করতে হবে।###