কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা।
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প( ১)ওয়ানে আগুন জ্বলছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে হঠাৎ আগুনের উৎপত্তি হয়ে প্রায় শতাধিক রোহিঙ্গা বসতবাড়ি বা শেট আগুনের লেলিহান শিখা পুড়ে ছারখার করে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের উৎপত্তি কোথা থেকে তা জানা যায়নি।আগুন নিয়ন্ত্রণের কাজে ক্যাম্পে ডিস্ট্রিবিউশনে দায়িত্বেরত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এম আর আর ও টীমের সদস্যরা,ফায়ার ডিফেন্সের লোকজন,ও বিভিন্ন এনজিও সংস্থার লোকজন আগুন নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
আগুনে পড়ে ১ শিশু মারা গিয়েছে বলে সর্বশেষ জানা যায় এবং মালামাল ও বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।###