
টেকনাফের শাহপরীর দ্বীপে র্যাবের অভিযানে দেড় লাখ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারী আটক
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী কে আটক করেছেন।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় স্ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাবের মিডিয়া সেল নিশ্চিত করেছেন।####