
জামায়াতে ইসলামী হ্নীলা স্টেশন প্রপার ইউনিটের
কর্মী সম্মেলন অনুষ্ঠিত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা স্টেশন প্রপার ইউনিটের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার এশার নামাজের পর হ্নীলা আল ফালাহ একাডেমি হল রুমে হ্নীলা স্টেশন প্রপার ইউনিটের কর্মী সম্মেলন ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমির মাওঃ রফিক উল্লাহ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওলামা পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুসসোবহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন শাখার আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী, সেক্রেটারী মাওঃ ইব্রাহি মাহমুদ, যুব বিভাগের ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল জামায়াত নেতা,মমতাজুল ইসলাম মনু ,অধ্যাপক জহির আহমদ,জামায়াত নেতা জিয়াউল হোসাইন কায়সার ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি কামাল হোছাইন ও জামায়াত নেতা ছালেহ আহমদ সহ হ্নীলা স্টেশন প্রপার ইউনিটের বিভিন্ন ইউনিট ও শাখার অসংখ্য সহযোগী ও নেতা কর্মীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মী সম্মেলন শেষে আগমাী ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য হ্নীলা স্টেশন প্রপার ইউনিটের বেশ কয়েকটি ইউনিট কমিটি যথাক্রমে জামায়াতে ইসলামী, পেশাজীবি,ও যুব জামায়তের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত ইউনিট কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারা আগামীতে কাংখিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমরণ দাওয়াতী কাজ চালিয়ে যেতে হবে। তা না হলে এদেশে সঠিক ইসলামী আন্দোলন কায়েম করা সম্ভব হবেনা।এতে বিফল হলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাংখি লক্ষ্যে পৌঁছা যাবেনা।###