জামায়াত দুনিয়া ও আখেরাতের কল্যাণমুখী রাজনীতি করে, অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী
শামসুল আলম শারেক, টেকনাফ (কক্সবাজার) ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো তাবেদারী করার জন্য রাজনীতি করেনা,আল্লাহ প্রদত্ব রাসুল (সঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূণর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মধ্যদিয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণমূখী রাজনীতি করে।
তাই এই রাজনীতি কেউ স্তব্ধ করতে পারে না।
আল্লাহ্ তায়ালা বলেন যুগে যুগে কাফের মুশরিকরা অনেক চেষ্টা করেছে কিন্তু স্তব্ধ করতে পারেনাই এবং পারবেও না।
রাসূল (সঃ) যে কাজ করেছেন একজন মুসলিম তার বিপরীত কাজ করতে পারে না।
তারই ধারাবাহিকতায় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ সকলকে সম্মিলিত ভাবে করতে হবে।
দুনিয়ার হালুয়া রুটির জন্য জান্নাতি কাজ থেকে বিরত থাকা যাবে না।
আওয়ামী লীগ গুয়েদ্ধা সংস্থার মাধ্যমে অনেক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর সাথে আঁতাত করতে চেয়েছিল কিন্তু জামায়াত তা প্রত্যাখ্যান করেছেন।
সুর্যের আলো, বৃষ্টির পানি যেমন মানুষের জন্য কল্যাণকর তেমনি আল্লাহর আইনও পৃথিবীর সমস্ত মানুষের জন্য বাস্তবসম্মত কল্যাণকর।
এই কাজের জন্য কুরআনের নির্দেশ সুরা ছফের ১০নং আয়াত অনুযায়ী যদি দ্বীনের যথাযথ দায়িত্ব পালন করা যায় তাহলে এদেশে আর কোন বৈষম্য ও সমস্যা থাকবে না।
ইসলামী আইনে ও শাসনে মানুষের জীবনের নিরাপত্তা, ক্ষুধার্তের অধিকার আছে।
স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কুরআনের শাসন নিশ্চিত করা প্রয়োজন।
এ থেকে প্রমাণিত জামায়াত দুনিয়া ও আখেরাতের কল্যাণমুখী রাজনীতি করে।
গতকাল ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় রঙ্গীখালী ঈদগাহ মাঠ ও বাদে মাগরিব মৌলভীবাজার আলীআকবর পাড়ায় পৃথক পৃথক ভাবে আয়োজিত বিশাল ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী উপরোক্ত কথা গুলো বলেছেন।
সমাবেশদ্বয়ে পৃথক পৃথক ভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন মাওঃ ফরিদুল আলম জিহাদী ও
মাওলানা নাছির উদ্দিন নিজামীর।
উক্ত পৃথক দুই টি কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী।
টেকনাফ উপজেলা আমির মাওলানা রফিকউল্লাহ, , উপজেলা সেক্রেটারি মাওঃ ফোরকান আহমদ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী ও হ্নীলা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন নিজামী, উপজেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সোবহান, টেকনাফ পৌরসভা সভাপতি মুহাম্মদ রবিউল আলম , মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মজিদ, শাহ্ আলম ও এডভোকেট মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।###