
সন্ধ্যা নামলেই চুরি ছিনতাইয়ের আতঙ্ক পর্যটন শহরে
নিজস্ব ডেস্ক:
সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় পর্যটন নগরী হিসাবে পরিচিত শহর কক্সবাজারে। তার সঙ্গে হারিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্য। আর একটু রাত হলে তো পুরো শহরই যেন মৃত হয়ে যায় প্রায়। সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় শুধু সৌন্দর্য নয়, নিভে যেতে থাকে কাঙ্ক্ষিত নিরাপত্তার চাদর ও।
পর্যটকরা এই দৃশ্য দেখে তুলনা হিসাবে টেনে আনেন পদ্মাপারের শহর রাজশাহীর কথা। রাতের বেলায় নান্দনিক সড়কবাতির আলোয় মুগ্ধতা ছড়ায় যে শহর। সুশৃঙ্খল আলোকসজ্জা শহরের সৌন্দর্য ও নিরাপত্তা বাড়িয়েছেন বহুগুণ। কক্সবাজারেও এমন আলোকসজ্জার দাবি পর্যটকদের।
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন পর্যটকরা। সন্ধ্যার পর থেকে সৈকতের ঝাউগাছের আড়ালে থাকে ছিনতাইকারীদের আনাগোনা। আবার ভোরে সৈকত ভ্রমণে যাওয়া পর্যটকরাও শিকার হন ছিনতাইয়েট। প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা হয়।
বিশেষ করে দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে উদ্বেগজনকভাবে।এ বিষয়ে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল গণমাধ্যমে বলেন, পর্যটকদের সুরক্ষা দিতে পারলে পর্যটন খাত বিকশিত হবে। শহরের বাতিগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি মেরিন ড্রাইভেও সড়কবাতির ব্যবস্থা করা হয়নি এখন ও। ফলে যারা শাহ্পরীর দ্বীপসহ অন্যান্য এলাকায় ঘুরতে যায়, তাদের সন্ধ্যা নামার আগেই শহরে ফিরতে হয়।
গত ৫ আগস্টের পর পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করতে কেউ নিরাপত্তা ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন কাজল।