মিয়ানমারে জান্তার শান্তিপ্রস্তাবে আরাকান আর্মির অনীহা
আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের বিরোধী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) শান্তিচুক্তিতে আগ্রহী নয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন সরকার প্রধান মিন অং হ্লাইং।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মায়ানমারের একটি বার্তাসংস্থা।
তার আগে গত বছরের শেষ মাস ২৮ ডিসেম্বর দেশটির ৫০তম জাতীয় আখা দিবসের শুভেচ্ছা বক্তব্যে জান্তাপ্রধান জানায়, রাজনৈতিক দ্বন্দ্বের রাজনৈতিক সমাধানই চাইছি।তবে তার বক্তব্যের পরদিন আরাকান আর্মি রাখাইন রাজ্যের গোয়া শহর নিয়ন্ত্রণে নিয়ে যায়।
গত এক বছরে জান্তাবিরোধী অভ্যুত্থানে আরাকান আর্মি প্রায় মোট ১৪ টি অঞ্চল দখল নেয়।পুরো রাখাইন রাজ্য তাদের আধিপত্য কায়েম করতে মাত্র ৩টি শহরের দখল নেওয়া বাকি!
এমন পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে সমঝোতায় আগ্রহ প্রকাশ করছেন জান্তা সরকার।অতীতে আরাকান আর্মির সমঝোতা প্রস্তাব প্রত্যাখান করে তাদের খোদ সরকারই।
সংগঠনটি শান্তি প্রস্তাবের জবাবে গত ২০২৩ সালের বড়দিন ও ২০২৪ সালের নববর্ষের দিন বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এসব ঘটনায় প্রায় মোট ২০ জনের বেশি মানুষ নিহত হয়।