নেতৃত্ব থাকছে না অছাত্রদের ছাত্রদলে
নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন শিক্ষার্থীরা। যাদের ছাত্রত্ব নেই এমন কেউ ছাত্রদলের নেতৃত্বে আসতে পারবেন না। ছাত্ররাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হয়ে ছাত্রদলের আগামী রাজনীতি হবে শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে বাস্তবায়নের রাজনীতি। দেশের বড় রাজনৈতিক দল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই উপলক্ষে এসব কথা জানায়,ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
দেশ স্বাধীন হওয়ার পর গত ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। গত চলমান ৪৬ বছরের পথচলায় বিএনপির প্রধান অঙ্গসংগঠনটি নানা সংকটে ও সব বাঁধা বিপত্তি মোকাবিলা করেন। বেশি সংকট মোকাবিলা করেছেন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার গত ১৫ বছরের শাসনামলে।
সে সময় ছাত্রলীগের তোপের মুখে গণতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির বড় শাখা ছাত্রদল। সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আগামীতে রানিং (চলমান) শিক্ষার্থীদের হাতে নেতৃত্বে পৌঁছে দিতে কাজ শুরু করেছেন এই ছাত্রদল। সংগঠনটি মনে করেন আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবে এই বড় ছাত্র সংগঠন ছাত্রদল।
অন্য দিকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুদিনের কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বুধবার সব ইউনিটির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি ও বেলা ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সারা দেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাতে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি হবে।
পরে ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের আটটি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারা দেশে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা-এর যে কোনো একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে।
ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর নতুন আঙ্গিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের মূল প্রতিপাদ্য হলো- আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ছাত্ররাজনীতির নামে যে ধারা প্রচলন করেছে সেই ধারা ভেঙে চুরমার করে দেবেন ছাত্রদল।