ওবায়দুল্লাহ হামজা কে মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে বরণ করল জামেয়ার প্রাক্তন ছাত্র পরিষদ
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্য বাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা আল জামেয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা কে বরণ করতে দুইশতাধিক মটরসাইকেল শোভাযাত্রার বহর নিয়ে এগিয়ে গেছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদ।
৫ জানুয়ারী ২০২৫ইং সকাল সাড়ে ৯ টারদিকে মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের ব্যানারে ২ শতাধিক প্রাক্তন ছাত্র মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আল্লামা ওবায়দুল্লাহ হামজা কে বরণ করে নিয়ে আসতে হ্নীলা থেকে টেকনাফ উপজেলার শেষ সীমানা পালংখালী পর্যন্ত যায়।
উল্লেখ্য আল্লামা ওবায়দুল্লাহ হামজা হ্নীলা আল জামেয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসায় প্রধান পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় যোগদান উপলক্ষে চট্টগ্রাম থেকে আসছিল।
তাঁর আনুষ্ঠানিক যোগদান কে সাফল্য মন্ডিত করতে প্রাক্তন ছাত্র পরিষদের এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যসচিব মাওঃ নুরমোহাম্মদ নুরানী।
আশাকরি তাঁর এই যোগদানে অত্র মাদ্রাসা হারানো ঐতিহ্য ফিরে পাবে,এবং পড়া লেখার মানোন্নয়নে মাদ্রাসা এগিয়ে যাবে।###