
চাঁদাবাজ ও লুটপাট কারীকে ধরিয়ে দিন, বিএনপি এসব অন্যায় সমর্থন করেনা : লুৎফর রহমান কাজল
আব্দুর রহমান হাশেমী, কক্সবাজার
সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান কাজল বলেন: বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি ও লুটপাট করে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী, বিএনপি গণমানুষের দল। গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।
কক্সবাজার খুরুশকুল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ০৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ সাহেবের হাতে বেলুন উঠিয়ে, কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত বাজিয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করছেন খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আমানুল হক আমান।
সঞ্চালনক : শাহ আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক খুরুশকুল ইউনিয়ন বিএনপি।
প্রধান বক্তা ছিলেন – জনাব ছৈয়দ নুর, সদস্য সচিব কক্সবাজার সদর উপজেলা বিএনপি।
সম্মেলন উপলক্ষে দুপুর ২টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। বিকাল ৩ টার মধ্যে সম্মেলনস্থল খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রধান অথিতির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন – বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি ও লুটপাট করে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী, বিএনপি গণমানুষের দল। গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সকলেই একটা বিষয়ে বিশ্বাসী তা হলো জনগণই সকল ক্ষমতার উৎস।
সুতরাং জনগণকে সাথে নিয়ে জনগণের প্রত্যক্ষ সমর্থনে সংসদে গিয়ে জনগণের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন : জনাব গোলাম কাদের, সিনিয়র যুগ্ম আহবায়ক, কক্সবাজার সদর উপজেলা বিএনপি। বিএনপি নেতা ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।
জনাব হাবিব উল্লাহ হাবিব, যুগ্ম আহবায়ক কক্সবাজার সদর উপজেলা বিএনপি। জনাব এডভোকেট এম সাইফুল্লাহ নুর, সদস্য-আহবায়ক কমিটি, কক্সবাজার সদর উপজেলা বিএনপি। জনাব জুলকারনাইন সিকদার। সদস্য- আহবায়ক কমিটি, কক্সবাজার সদর উপজেলা বিএনপি। জনাব মুহাম্মদ নুরুল আমীন সদস্য, আহবায়ক কমিটি, কক্সবাজার সদর উপজেলা বিএনপি।
জনাব এম ফয়েজ উল্লাহ। সিনিয়র সহ-সভাপতি খুরুশকুল ইউনিয়ন বিএনপি। জনাব মোস্তাক আহমদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক – খুরুশকুল ইউনিয়ন বিএনপি। জনাব এম জানে আলম যুগ্ম সম্পাদক, খুরুশকুল ইউনিয়ন বিএনপি।
এছাড়াও খুরুশকুল, চৌপলদন্ডী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি / সম্পাদক গণ বক্তব্য রাখেন। #####