মোদির সঙ্গে শেখ হাসিনার লং ড্রাইভ
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লং ড্রাইভে গিয়েছেন বলে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানো হয়।
সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে আসে,ভাইরাল হওয়া ছবিটি ভুয়া।
এ বিষয়েরিউমর স্ক্যানার বলেন, প্রচারিত ছবিটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং এটা গত ২০০৯ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোয়িয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স (ইউপিএফ) এবং SASNET আয়োজিত একটি সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়কালের একটি তুলা ছবি। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায় নি।