
স্ক্যাবিসের কারণ
ডেস্ক:
Scabies, বাংলায় বলে খোশ/পাচড়া। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রচন্ড চুলকানো, জ্বালাপোড়া, অস্বস্তি এবং রাতে ঘুম না হবার মত অশান্তি সৃষ্টি করে এই রোগটি।
এই রোগের জন্য দায়ী ক্ষুদ্র এই পরজীবি প্রাণী, নাম তার Sarcoptes scabiei
এটি খুব দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পরে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলেও এই রোগ প্রসারিত হয়।
বর্তমান সময়ে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। খুব জরুরীভাবে সবাইকে সচেতন হতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সরকারিভাবে দেশের জনগণকে সচেতন করা হয়। এবং সরকারিভাবে আক্রান্ত পরিবার গুলোকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
যদিও এই রোগের চিকিৎসা খরচ খুব একটা বেশি না, কিন্তু এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক জটিল। কিছু কিছু পরিবার বা ব্যক্তির জন্য এই রোগের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা খুবই কঠিন।