টেকনাফের গহীন পাহাড়ে বন্যহাতির আকর্স্মিক মৃত্যু!
শামসুল আলম শারেক টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গহীন পাহাড়ের নুনাছড়া এলাকায় ৮/১০ বছর বয়সের এক বন্যহাতির আকস্মিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় বন জায়গিরদার সোনা মিয়া বলেন, গহীন পাহাড় একটি বন্যহাতির মৃত্যুর সংবাদ পেয়ে আমরা স্থানীয় বনবিট কর্মকর্তা মোঃ হোসেন সহ খোঁজতে খোঁজতে হ্নীলা লেচুয়াপ্রাং সংলগ্ন গহীন পাহাড়ের নুনাছড়ার সোনালী ব্যাংক নামক স্থানে যায়।
সেখানে গিয়ে একটি ৮/১০ বছর বয়সের একটি হাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের আওতাধীন পাহাড়ি ছড়া নুনা ছড়ার গহীন জঙ্গলে হাতিটি মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম কে অবহিত করি। তিনি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সাথে যোগাযোগ করে স্থানীয় পশু ডাক্তার দের পাঠিয়ে সুরত হাল রিপোর্টের ব্যবস্থা করেছেন
হ্নীলা বিট কর্মকর্তা মোঃ হোসেন এই প্রতিনেদক কে বলেছেন শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যবাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট করে পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।###