নিকাব ইস্যুতে একজনকে চাকরিচ্যুত করল টেলিভিশন চ্যানেল আই
বিশেষ প্রতিবেদক
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক-শোতে অংশ না দেওয়ার অভিযোগ উঠে।তার এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়।
এই বিষয়ে অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় তাদের টকশোতে। এ সময় নাফিসা নিকাব পরে টকশোতে অংশ নেওয়ার কথা জানায়, কর্তৃপক্ষ নিকাব পরে টকশোতে অংশ নেওয়া যাবে না বলে জানায়।
এ বিষয়টি নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। তার এর প্রেক্ষিতে এই জনপ্রিয় বেসরকারি টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে চাকরি থেকে অব্যাহতি দেয় চ্যানেল আই।