দুর্নীতি মুক্ত নেতৃত্ব ব্যতীত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়: নূরুল ইসলাম বুলবুল
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি মুক্ত নেতৃত্ব ব্যতীত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব এবং জনশক্তি রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। যারা দৃষ্টান্ত শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ। তারা দুজন ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ২ টাকার দুর্নীতি হয়নি। আজ পর্যন্ত কেউ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।
রবিবার (১৯ জানুয়ারি) মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শত প্রতিকূলতায়ও জামায়াতে ইসলামী গত ১৭ বছরে এক সেকেন্ডের জন্যও মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হয়নি। ২০ হাজার মিথ্যা ও সাজানো মামলায় জামায়াতে ইসলামীর লক্ষাধিক নেতাকর্মীকে হয়রানি ও জুলুম নির্যাতন করেছে। ৫ শতাধিক নেতাকর্মীকে খুন, গুম ও হত্যা করেছে। ইসলামী আন্দোলন নিঃশেষ টার্গেটে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১জন নেতাকে বিচারক হত্যা করেছে। সারাদেশে জামায়াতে ইসলামীর অফিস গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, দাঁড়িপাল্লা প্রতিক কেড়ে নেওয়া হয়েছে। সবশেষ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ভেবেছে, জামায়াত কে নিষিদ্ধ করলে জামায়াত এর প্রতিবাদে রাস্তা নামবে আর এই সুযোগ ছাত্র-জনতার আন্দোলন দমন করে ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু জামায়াত, আওয়ামী লীগের সেই ফাঁদে পা দেয়নি। জামায়াতে ইসলামী ছাত্র-জনতার আন্দোলনের ফসল তুলতে কাজ করেছে। জামায়াতে ইসলামী দুনিয়ার কোন ক্ষমতাসীন কিংবা কোন দলের কাছে মাথানত করেনি, আপোষ করেনি। জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা যায়নি, যাবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে। আল্লাহর দয়ায় আর জনগণের সমথর্ন ও ভালোবাসায় জামায়াতে ইসলামী বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি মুক্ত নেতৃত্বের মাধ্যমে একটি কল্যান ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করেছে এবং করবে।
মতিঝিল দক্ষিণ থানা আমীর মুহাম্মদ মুতাছিম বিল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মুহাম্মদ শামছুর রহমান। অনুষ্ঠানে শাহজাহানপুর থানা আমীর শরিফুল ইসলাম সহ মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও সূধী মন্ডলী উপস্থিত ছিলেন।