টেকনাফে বেপরোয়া ডাম্পার চাপায় এক শিশু নিহত!
শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার)।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হাইওয়ে সড়কে বেপরোয়া গতিতে চলা ডাম্পার ( গাড়ির) চাপায় তামজিদ মোহাম্মদ আফসান (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত তামজিদ মোহাম্মদ আফসান টেকনাফের হোয়াইক্যং খারাংখালি দক্ষিণ নাছর পাড়ার
আব্দু শুক্কুরের ছেলে।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে ৫ টার দিকে টেকনাফ খারাংখালি হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল হাফেজ।
তিনি জানান, বুধবার বিকাল ৫ টার দিকে ভিকটিম শিশু তামজিদ মোহাম্মদ আফসান তার বাড়ি সামনে টেকনাফ খারাংখালি হাইওয়ে সড়কে পাশে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলো। তখন হ্নীলা থেকে হোয়াইক্যং গামী বেপরোয়া গতিতে আসা ডাম্পার গাড়ির চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। শিশু তামজিদ মোহাম্মদ আফসানকে হারিয়ে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সড়কে তামজিদ মোহাম্মদ আফসান নামে এক শিশু ডাম্পার গাড়ির চাপায় নিহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ডাম্পার গাড়িটি আটক করা গেলেও চালক পালিয়ে যাওয়াতে তাকে আটক করা সম্ভব হয়নি।###