জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সম্পদের পাহারাদার হবে: জামায়াতের আমির
নিউজ ডেস্ক
৫ আগস্ট প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।
ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কারোর সম্পদের ক্ষতি করে নাই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সম্পদের পাহারাদার হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে এ কথা বলেন জামায়াতের আমির।
জামায়াতের আমির বলেন, আমরা ৫ আগস্ট প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয় নাই, লুণ্ঠনও হয় নাই। আমরা কারোর কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবো না কোন ইনশাআল্লাহ।
জনগণের ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের দায়িত্ব সম্পর্কে ডা. শফিকুর রহমান জানায়, যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না, আমরা হবো আপনাদের সম্পদের পাহারাদার ও চৌকিদার।