টেকনাফে হারিয়ে যাওয়া ১৬ মোবাইল ফোন উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।
শামসুল আলম শারেক, টেকনাফ( কক্সবাজার)
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বিভিন্ন সময় ডাকাতি ছিনতাই, হারিয়ে যাওয়া চুরি হওয়া, মোবাইল ফোন উদ্ধার করেছে ১৬ এপিবিএন পুলিশ।
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি জানান বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকালে ১৬ এপিবিএনের সাইবার টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া ১৬ টি মোবাইল উদ্ধার করে। পরে অত্র ব্যাটালিয়নের অফিস কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ ১৬ এপিবিএন ব্যাটালিয়নের অপস্ এন্ড ইন্টেলিজেন্স ইনচার্জ এসআই(নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই(নিরস্ত্র) মো. এনাম সিদ্দিকী সহ সাইবার সেলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ টেকনাফ ১৬ এপিবিএন, কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মোহাম্মদ কাউছার সিকদার আরো জানান, ১৬ এপিবিএন পুলিশ জনগণের পাশে রয়েছে, যে কোন মুহুর্তে আমাদের পুলিশ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ।###