আমীরে জামায়াতের কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে টেকনাফে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত
শামসুল আলম শারেক, টেকনাফ (কক্সবাজার)
৮ ফেব্রয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ও মানবিক নেতা ডাঃ শফিকুর রহমানের কক্সবাজার সফর কে স্বাগত জানিয়ে ০৩ ফেব্রয়ারী সোমবার টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রার আয়োজন করাহয়।
এউপলক্ষ্যে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের প্রায় দুই শতাধিক মটর বাইক এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন। জুহুরের নামাজের পূর্বে টেকনাফ থেকে জামায়াত নেতা ইসমাঈল কমিশনার ও পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের নেতৃত্বে শতাধিক মটর বাইক হ্নীলা বাসস্টেশনে এসে মিলিত হয়।
পরে মটর শোভাযাত্রা টি জুহুরের নামাজ আদায় করার পর হ্নীলা বাসস্টেশন থেকে রওয়ানা হয়ে হ্নীলা হোয়াইক্যং ইউনিয়নের শেষ সীমানা পালংখালী পর্যন্ত গিয়ে ফিরে হোয়াইক্যং শাপলা পুর সড়ক হয়ে উপকূলীয় বাহার ছড়া ইউনিয়ন প্রদক্ষিণ করে বাহার ছড়ার পুরাতন রোর্ড দিয়ে টেকনাফের সাব্রাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ প্রদক্ষিণ করে টেকনাফ সদর ও পৌর সভা হয়ে হ্নীলার দিকে রওয়ানা করেছেন।
উক্ত মটর শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমীর মাওঃ রফিক উল্লাহ ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার পৌর জামায়াতের সভাপতি রবিউল আলম,ও জামায়াত নেতা ইসমাঈল কমিশনার সহ অসংখ্য উপজেলা,পৌর সভা,ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে আগামী ৮ ফেব্রুয়ারী কক্সবাজারেআমীরে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ সফল করতে সবার প্রতি আহবান জানান।###