কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার সাবেক দুর্নীতিবাজ অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীর দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার সাবেক দুর্নীতিগ্রস্হ অধ্যক্ষ ও পতিতি স্বৈরাচার আওয়ামী দোসর, এতিম ব্যবসায়ী ফরিদ আহমদ চৌধুরীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী বেলা ১২ টায় মাদরাসা গেইটের সামনে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল বাইপাস গোলচত্বর সম্মুখ ভাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন : সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক ভাবে মাদরাসা পরিচালনা করেন, এবং তিনি এতিম ফান্ডের নামের কোটি কোটি টাকা লুটপাট করে।
মাদরাসায় অধ্যক্ষের দায়িত্ব পালনকালীন সময়ে ও অবসর নেয়ার পরও জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। ০৫ আগষ্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে সিলেট পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিলেন বহুদিন।
অবসরের পরও মাদরাসায় ৩ তলা বিশিষ্ট সরকারি ভবন দখলে রেখে স্বপরিবারে অবস্থান করেছিলেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কোন কাজ করতে না দেয়ায় মাদারাসায় চরম অব্যবস্হাপনার মধ্য দিয়ে যাচ্ছিল, এমন সময় দৈনিক গণসংযোগ পত্রিকায় এক অনুসন্ধানি রিপোর্ট প্রকাশিত হলে তিনি ঐদিন মাদরাসায় ক্লাশ রুমে ঢুকে উত্তেজিত হয়ে ছাত্রীদের মারধার ও শ্লীলতাহানির ঘটনা ঘটালে ছাত্রীরা মাদরাসার সামনে আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে, ঘটনা সামাল দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বহু সাংবাদিক ঘটনা স্হলে পৌঁছেন এবং পরিস্থিতি শান্ত করেন।
তিনি অধ্যক্ষ পদে থেকে জালিয়াতি ও দুর্নীতি করেন ভোক্তাভোগী তার নামে মামলার দায়ের করলে মাননীয় আদালত সার্বিক বিষয় আমলে নিয়ে অভিযুক্ত দুর্নীতিবাজ ফরিদ আহমদ চৌধুরীকে গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং কক্সবাজার সদর মডেল থানার চৌকস টিম তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন, তিনি বর্তমানে কারাগারে আছে।
মানববন্ধনে বক্তারা , জাল-জালিয়তি ও দুর্নীতির অভিযোগে আটক সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীর দৃষ্টান্ত শাস্তি দাবী জানান।
বক্তব্য রাখেন - ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ, প্রভাষক দেলোয়ার হোছাইন, সি, সহ.শিক্ষক সেলিমুদ্দিন, রেবেকা সুলতানা ও সহকারী মৌলভী মাওলানা আবুল ফয়েজ আনছারী, মানববন্ধনে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।