
রোহিঙ্গা ক্যাম্প জুড়ে নিরাপত্তা বলয়, প্রস্তুত ইফতারের মাঠ
সিদ্দিকুর রহমান, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত ২০ নম্বর এলাকার চারপাশের অনেকটায় পাহাড় বেষ্টিত এলাকা। যেখানে একটি মাঠে তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের বসানোর জন্য স্থান। মাঠের পুরোটাই ত্রিপল বিছানো হয়েছে।
প্রস্তুতকৃত মাঠেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মাঠটির পাশেই আরেকটি অংশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। যার কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন ২ জন। আর এই পুরো এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র।
আগামী কাল শনিবার দুপুরে দেখা মিলেছে এসব দৃশ্য।অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন। তার জন্য এমন প্রস্তুতি করা হয়েছে।
তথ্যানুযায়ী, গত১৯৭৭-৭৮ সালে দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন, যার মধ্যে এক লাখ ৯০ হাজার মিয়ানমারে ফিরে যায়। তারপর আবার গত১৯৯১ সালে দুই লাখ ৫০ হাজার ৮৭৭ জন অনুপ্রবেশ করে, যার মধ্যে দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন মিয়ানমারে ফিরে যায়। আবার নতুন করে গত ২০১২ থেকে ১৬ সাল পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তার পর ২০১৭ সালে ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে। আর ২০২৪ইং সালে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। কিন্তু দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয় নাই।