টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
১৫ মার্চ বিকেলে এই উপলক্ষে এক আলোচনা সভা ওয়ার্ড সভাপতি কামাল হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ঈসাখাঁনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন উপজেলা উলামা বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুস সোবহান।বিশেষ অতিথির আলোচনাপেশ করেন হ্নীলা ইউনিয়ন জামায়াত আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী, বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ জামাল হোছাইন বায়তুলমাল সম্পাদক আব্দুল মজিদ জামায়াত নেতা মূসা কলিম উল্লাহ, জিয়াউল হোছাইন কায়সার, তরবিয়ত সেক্রেটারী সাদ্দাম হোসাইন,বর্ষিয়ান জামায়াত নেতা বাদশা খলিবা,ও কামাল আহমদ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সবাই একযোগে ইফতার করার মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘটানো হয়।###