টেকনাফের হ্নীলা মোচনী নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা আটক
ছিদ্দিকুর রহমান
১৯/০৩/২০২৫ খ্রিঃ অনুমান রাত ১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকস্থ পাঁচ ট্যাংকির মোড়ের মাদ্রাসার অফিস রুমের ভিতরে অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে নয়াপাড়া এপিবিএন এর অফিসার ও ফোর্স সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালানোর চেষ্টাকালে পুলিশিং তৎপরতায় রোহিঙ্গা ১। মোঃ নুরল আমিন@মাঙ্গু, পিতা-আব্দুল কাদের, ব্লক-এইচ, শেড-৬০৭/০৩, এমআরসি-৩২২২১, ২। হাবিবুল্লাহ (৩৮), পিতা-মোঃ হোসাইন, ব্লক-সি, শেড-৮০৮, এমআরসি-০৮৪৭৫, উভয় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার'দ্বয়দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নুরল আমিন @ মাঙ্গুর ডান হাত হতে ০১ নলা (ওয়ান শুটার গান) এবং হাবিবুল্লাহ(৩৮) এর পরিহিত লুঙ্গির ডান কোচর হতে ০৬ (ছয়) রাউন্ড বুলেট সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।