বদরের এই চেতনা আমাদের ধারণ করে চলতে হবে: শামসুল আলম বাহাদুর
আব্দুর রহমান হাশেমী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশনের জেলা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। তিনি বলেন, ১,০০০ কাফেরের বিরুদ্ধে সংঘটিত বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী মহান আল্লাহর গায়েবী সাহায্যে বিজয়ী হয়েছিলেন। ওখান থেকেই ইসলামের বিজয় সূচনা হয়। বদরের এই চেতনা আমাদের ধারণ করে চলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারী মুহাম্মদ মুহসিন বলেন,
শহরের সিনিয়র সহসভাপতি এম ইউ বাহাদুরের সভাপতিত্বে
এবং সেক্রেটারী আব্দুল হাকিম মাসুমের সঞ্চালনায় এতে জেলার অর্থ সম্পাদক জসিম উদ্দিন, শহরের অফিস সম্পাদক আমির আহাম্মদ, শ্রমিক নেতা আলমগীর তুষার, ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।