
টেকনাফে বিশিষ্ট জনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
শামসুল আলম শারেক টেকনাফ,( কক্সবাজার)
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ফ্যাসিস বিরোধী ঐক্য অটুট রাখতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
২৪ মার্চ সোমবার বিকেলে টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আমীর মাওঃ রফিক উল্লাহর সভাপতিত্বে
এ্যাসিসট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদারের পরিচালনায় ইফতার পুর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওঃ আব্দুল জলিলের অর্থ সহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওঃ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুহাম্মদ হাসান ছিদ্দিকী, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জামায়াত নেতা মুহাম্মদ ইসমাঈল,ইসলামি ছাত্রশিবির কক্সবাজার জেলার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম নূরী,টেকনাফ উপজেলা ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ তারেক,ইসলামী আন্দোলন বাংলাদেশের টেকনাফ উপজেলা উত্তর শাখার সহ সভাপতি মাওঃ আব্দুল খালেক নিজামী,পৌর শাখার সভাপতি মাওঃ আশরফ আলী প্রমূখ।
এছাড়াও নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,পৌর জামায়াতের সভাপতি রবিউল আলম, বিএনপি নেতা সুলতান আহমদ বিএ,সাবেক শিবির সভাপতি ছিদ্দিকুর রহমান হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, আবছার কামাল নোবেল সহ অসংখ্য সাবেক ও বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফসল পরিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হলে আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল কে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে তা না হলে ২৪ আন্দোলন পরিপূর্ণ সফলতার মূখ দেখবেনা,তারা আরো বলেন ক্ষমতায় যেই আসুক না কেন আওয়ামিলীগ যাতে আবার এদেশে আসতে না পারে সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি তারা এদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে সুযোগ পায় তাহলে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।আসুন সবাই যেকোন মূল্যে ঐক্য ধরে রাখি।###