
টেকনাফে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, ২৬মার্চ (বুধবার) হ্নীলা আল ফালাহ একাডেমি মাঠে জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক টেকনাফের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদ। জাতীয় নাগরিক পার্টি উখিয়া উপজেলা শাখার সংগঠক মো: আখতার হোসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ও কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, বিএনপি নেতা আবসার কামাল নোবেল, এনসিপির সংগঠক তারেক, সাইফুল ইসলাম বাপ্পা, হারন অর রশিদ, টেকনাফের ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম, সংগঠক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ শাখার সহ সভাপতি আব্দুল খালেক নিজামী প্রমুখ। এতে এনসিপির জেলা ও উপজেলার সংগঠক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী নেতাসহ সর্বপেশার লোকজন অংশ নেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার অন্যতম সংগঠক ও শিক্ষক সায়েম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল খালেক নিজামী।####