
কক্সবাজার শহর জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জেলা আমীর আনোয়ারী
“জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তুলে ফ্যাসিবাদ রুখে দিতে হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস এক ভিন্ন আবহে পালিত হচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ব্যক্তি ও দলীয় বন্দনা ছাড়া জাতি কিছুই দেখেনি। কিন্তু ২০২৫ সালের স্বাধীনতা দিবস দেশের সকল মানুষের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে । তাই দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদ রুখে দিতে হবে। অন্যথায় আবারো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ভৌগলিক ও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ একটি দেশ। আমাদের দূর্বলতার কারণে বিশ্বের কাছে বাংলাদেশের গুরুত্ব যেন কমে না যায় সে ব্যাপারে আমাদের কে সতর্ক থাকতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পরেও পক্ষ -বিপক্ষ শক্তির বয়ান দিয়ে কোন মতে জাতীয় ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সে ব্যাপারে সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। ২৬ মার্চ শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান, যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম নোমান।