
টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন!
শামসুল আলম শারেক টেকনাফ (কক্সবাজার)।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নুর বেগম (৩৮) নিহত হয়েছেন।
নিহত নুর বেগম কচ্ছপিয়া এলাকার ৮ নং ওয়ার্ড করাচীপাড়া নামক গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।
বুধবার (২রা এপ্রিল) রাত ১১টায় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার আওতাধীন বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) শোভন কুমার সাহা।
তিনি জানান, পারিবারিক কলহের জের স্বামী আব্দুররহিম তার ২য় স্ত্রী নুর বেগম কে তার বসতঘরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই লক্ষ্মণচন্দ্র বর্মন সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।###