
টেকনাফের হ্নীলার শীর্ষ মাদকব্যবসায়ী, অপহরণচক্রের মূলহোতা হারুনের বাড়িতে যৌথবাহিনীর অভিযান
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) ।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার শীর্ষ ডাকাত,অপহরণ কারী, ইয়াবা গর্ড ফাদার হারুনের বাড়িতে
নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করলে ও অধরায় থেকে যায় মূলহোতা হারুন। তাকে আটকটেকনাফের করার জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছে।
০৩ এপ্রিল ভোররাতে
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন আলিখালি গ্রামের রশিদ মিয়ার ছেলে হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চালাকালীন সময়ে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সুচতুর হারুন পালিয়ে যেতে সক্ষম হলে ও বাড়ি থেকে
দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, নগদ ৩০ লক্ষাধিক টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার,ব্যাংক চেকবই, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, বেশ কিছু মোবাইল সিমকার্ড উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত মালামাল টেকনাফ থানায় এবং নগদ টাকা ও স্বর্ণ স্বর্ণালংকার সমূহ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।###