
টেকনাফের হ্নীলায় ৫ বছরের শিশু কে অপহরণ পূর্বক মারধর ও লাশ ঘুম করার চেষ্টায়,কোর্টে মামলা
(নিজস্ব প্রতিবেদক, টেকনাফ)
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বড় লেচুয়াপ্রাংএলাকায় ৫ বছরের এক শিশুকে অপহরণ করে পাহাড়ী জঙ্গলে নিয়ে মারধর ও লাশ ঘুম করার অপচেষ্টা চালিয়েছে চিহ্নিত আওয়ামীলীগের দোসর ও ডাকাত ফরিদ এবং তার সাঙ্গপাঙ্গরা।
এঘটনায় ৯ এপ্রিল কক্সবাজার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালত টেকনাফ কোর্টে ভীকটিমের পরিবার বড় লেচুয়াপ্রাংএলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামীলীগের দোসর মৃত্যু খুইল্যাৃিয়ার ছেলে ফরিদ আলম কে প্রধান আসামী করে একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।
অভিযোগে সূত্রে জানাযায়,গত ৮ এপ্রিল সকাল ৭ টার দিকে ডাকাত ফরিদের নেতৃত্বে অপরাপর অপরাধীরা নিরীহ টমটম চালক স্থানীয় আলী আহমদের ছেলে রবি আলমের ফসলী জমিতে অবৈধভাব অনুপ্রবেশ করে ক্ষেতের ফসলী গাছগাছালি কর্তনও ব্যাপক ক্ষয়ক্ষতির সাধনের মাধ্যমে প্রায় ১ লক্ষাধিক টাকার বিভিন্ন ফসলাদি নষ্ট করে ফেলে। এই ভাবে দীর্ঘ দিন থেকে ফরিদ গংরা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন মিথ্যা মামলাদিয়ে হয়রানি করার অপচেষ্টা চালিয়ে আসছিল।
এঘটনা জানার পর ৫ বছরের শিশু ছেলে তাহসিন কে নিয়ে মা সাজেদা বেগম সাজু নষ্ট করা ফসল দেখতে গেলে সন্ত্রাসী ফরিদ ও তার সাঙ্গ পাঙ্গরা মা সাজেদা বেগম কে মারধর পূর্বক শিশুপূত্র তাহসিন কে টেনে হিছড়ে জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে লাশ ঘুম করার পাঁয়তারা করে।
পরে এলাকাবাসী জানতে পেরে তাদের উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাহসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পরে বিষয়টি কোর্ট পুলিশ কে অবহিত করারপর ৯ এপ্রিল কক্সবাজার আমলী আদালত টেকনাফ কোর্টে অপরাধীদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন অভিযোগের বাদী রবি আলম।
আদালত বিষয়টি আমলে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এব্যাপারে অভিযুক্ত ফরিদ ও তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বাড়িতে না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।####