
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা নারায়নগঞ্জ বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি পালন করতে কক্সবাজার জেলা কমিটি উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করা হয়েছে।জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক মোঃওসমান গণি ইলি’র সভাপতিত্বে এবং জিয়াউল হক আকাশ এর সঞ্চলনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপকূলীয় সাংবাদিক ফরম কক্সবাজার জেলা কমিটি’র সভাপতি স,ম ইকবাল বাহার চৌধুরী,মাই টিভির প্রতিবেদক মোঃ আলম,আমাদের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক আয়াজ রনি,সহ সভাপতি খোরশেদ আলম,সহ সাধারণ সম্পাদক মোঃ আজাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃহোসেন সুমন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার,সংস্থার টেকনাফ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজিজ,জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আমানুল হক আমিনসহ আরো অনেকেই। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক এইচ এম করিম সিকদার,সংস্থার রামু উপজেলা কমিটি’র সভাপতি আবুল কালাম আজাদ,সংস্থার উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম,ভোরের কথা পত্রিকার জেলা প্রতিনিধি, মতিউল ইসলাম মতি,মাহবুব আলম মিনার,আব্দুর রহমান হাসেমী। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য রিদুয়ান, মোঃশাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক শওকত আলম শওকত,সহ-দপ্তর সম্পাদক লোকমান ইসলাম রানা,শহিদুল,ইসলাম,সায়মন,উদ্দীন, ইমরান,মহিউদ্দিন,মোঃ জাফর আলম,মোঃ নুর, আরফাত, আজিম উদ্দিন,মামুন,ফারুক সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তারা বলেন,পবিত্র ঈ-দ-উল ফিতরের নামাজ শেষে সাংবাদিক মো. রাসেল ইসলাম জীবনের উপর নারায়ণগঞ্জ বন্দরের নিজের এর জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন।সাংবাদিকরা অভিযুক্তদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন,সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বর্তমানে রাসেল ইসলাম জীবন ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।সংস্থা’র পক্ষ থেকে সকলের কাছে রাসেল এর জন্য দোয়া চেয়েছেন।মহান আল্লাহ তা’আলা তাকে যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। এবং এই নেক্কারজনক ঘটনার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান।