
টেকনাফে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে হ্নীলায় ওয়ার্ড যুবদলের সভাপতি কর্তৃক গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণ করতে না পেরে ওই গৃহবধূকে ব্যাপক মারধর ও শ্লীলতাহানি করেছেন বলে জানিয়েছেন গৃহবধু।
জানাগেছে, ১০এপ্রিল (বিষুদবার) রাত ১১টার দিকে স্থানীয় ছিদ্দিক আহমদ ওরফে ছিদ্দিক ফকিরের স্ত্রী হাছিনা বেগমকে বাড়ীতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করতে চাইলে না পেরে শ্লীলতাহানি এবং ব্যাপক মারধর করেছেন স্থানীয় মকবুল আহমদের ছেলে জয়নাল আবেদীন ওরফে জয়নাল হাজারী। স্থানীয়রা জানায়, অভিযুক্ত জয়নাল হ্নীলা দক্ষিণ ইউনিয়ন ৩নং সাংগঠনিক ওয়ার্ড শাখার যুবদলের সভাপতি। ঘটনার পর পরই স্থানীয় বিএনপি নেতা ও জয়নালের ভায়রা ভাই জুহুর আলমের নেতৃত্বে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির বিষয়টি চুপিসারে মিটমাট করার প্রচেষ্টা চালানোর অভিযোগ জানাগেছে।
ভুক্তভোগী গৃহবধূ হাসিনা অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী ডাকাত জয়নালের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন।
ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওয়ার্ড যুবদল নেতা জয়নাল আবেদীন ওরফে জয়নাল হাজারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন। তবে জয়নালের পাড়া প্রতিবেশীসহ সকলে তার এমন নোংরামির শাস্তির দাবী জানিয়ে বলেন,সে বহুবার এই ধরণের আকাম কুকাম করেছেন। এছাড়া সে চুরি ডাকাতি হত্যা ছিনতাইসহ মাদক ব্যবসার সাথে জড়িত।
এই বিষয়ে জানতে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া বক্তব্য সম্ভব হয়নি।
তবে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী এ বিষয়ে জানান,বিষয়টি আমি এখনো নয়। তবে তিনি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তিনি অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।###