বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে ছোট ভাইকে অপহরণের চেষ্টা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার)।
টেকনাফের হ্নীলায় দীর্ঘ দিনের জমি বিরোধের জের বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ছোট ভাই কে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন বড় ভাই ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত,জাফর হাজীর ছেলে আবু সোলাইমান প্রকাশ ভূলাইয়া ও তার ছোট ভাই আলমগীরের মধ্যে।
ছোট ভাই আলমগীর এই প্রতিবেদক কে জানিয়েছেন ১৫ এপ্রিল ২০২৫ ইং বড়ভাই আবু সোলাইমানের করা একটি চাঁদাবাজি মামলা যার নং সিআর ১৬০/২০২৩ ইং, এই মামলার হাজিরার দিন ধার্য্যছিল। উক্ত মামলায় হাজিরা দিতে ছোটভাই আলমগীর কক্সবাজার আদালতে যায়।
আদালতে বিচারক উপস্থিত না থাকায় আলমগীর তার উকিলের সাথে আলাপ আলোচনা করে বাড়ি ফেরার জন্য স্থানীয় একটি সিএনজি ড্রাইভারের সাথে কন্ঠাক করে সদর উপজেলা সংলগ্ন সরকার নির্মিত মডেল মসজিদের সামনে গেলে কোর্ট বিল্ডিং এলাকাথেকে পিছনে নেয়া ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে ঘির পেলে।
এসময় সন্ত্রাসীদের সাথে থাকা তার বড় ভাই ও তার স্ত্রী চোখ ইশারায় সন্ত্রাসীদের কে আমাকে চিহ্নিত করে দেয়। তখন বিষয়টি আঁচ করতে পেরে আমি কৌশলে ছিটকে পড়ি কোন রকমের প্রাণে রক্ষাপায়। পরে এঘটনা টেকনাফ থানা ও কক্সবাজার সদর মডেল থানা কে অবহিত করি।
এছাড়াও আমার বড় ভাই ও তার পরিবার ইতিপূর্বে আমার জন্য কক্সবাজার ও চট্টগ্রামে মোট ৭ টি মামলা দায়ের করেছে যার সবকটিতে আমি জামিনে আছি। আমি চট্টগ্রামের মামলায় হাজিরা দিতে গেলে তাদের মাধ্যমে আমার প্রান নাশের আশংকা করছি।কারণ আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি চট্টগ্রামে। বিষয়টি নিয়ে আমি ছোট ভাই আলমগীর প্রশাসনের সর্বাত্নক সহযোগিতা কামনা করছি। এব্যাপারে অভিযুক্ত বড় আবু সোলাইমান প্রকাশ ভূলাইয়ার মুটোফোনে একাধিকবার ফোন করে কল রিসিভ নাকরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।###