কক্সবাজার লাইট হাউস পাড়ার চাঁদাবাজ, জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে এনসিপি প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছিদ্দিকুর রহমান
কক্সবাজারে চাঁদাবাজ ও জুয়াড়ি হিসেবে পরিচিত জামাল ও ফয়সাল কর্তৃক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) এর প্রতিনিধি মুহাম্মদ খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীন-এর উপর অতর্কিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, এই ন্যাক্কারজনক হামলা কেবল ব্যক্তিগত নয়, এটি গণতান্ত্রিক আন্দোলন ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আরও জানান, যদি হামলাকারীদের দ্রুত বিচার না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
শেষে তারা শান্তিপূর্ণ উপায়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।