
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুর রহমান হাশেমী, কক্সবাজার
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার মাসিক মতবিনিময় সভা ২৭ এপ্রিল রবিবার রাত ৯ টায় শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বাঁকখালি নদী ও সামরাই খাল দখল-দূষণ এর বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয় এবং প্রশাসনের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ আরও দ্রুততার সহিত কার্যকর করার দাবি জানানো হয়।
এছাড়া প্লাস্টিক পন্য বর্জনে সচেতনতা বৃদ্ধি ও রিভার ক্যাম্পেইন বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি মাহমুদুল হাসান নোমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাড. আবু হেনা মোস্তফা কামাল।
আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি শামশুল আলম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক মিনার হাসান, সাংবাদিক আব্দুল হালিম আব্দুর রহমান হাশেমী মোস্তাক আহমদ নুরুল হক মোহাম্মদ ইলিয়াছ মঈনুর রশিদ এবং মোঃ ফয়সাল মিয়া
পরিশেষে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উপস্থাপনের পরিকল্পনা নেয়া হয়।
এবং নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবার পরামর্শ নেয়া হয়।