
আওয়ামী লীগের কৃষক লীগ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী থানা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কাল শুক্রবার (২৩ মে) রাতে রাজবাড়ী সদর থানার রায়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে রাজবাড়ী ঢাকা মহাসড়কের বড়পুল এলাকার গোলচত্বরস্থ স্থানে একটি শান্তিপূর্ণ ও নিরস্ত্র ছাত্র-অভিভাবক কেন্দ্রিক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল।
পূর্বপরিকল্পিত এই হামলায় অংশ নেয় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এজাহার অনুযায়ী- কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নেতৃত্বে অভিযুক্ত মো. শফিকুল হোসেন, সাইফুদ্দিন আহমেদ সুজন, আশরাফুল হাসান আশা, ফারুক ঠিকাদারসহ অন্যরা বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে আন্দোলনকারীদের ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে ভয়াবহ ত্রাসের সৃষ্টি হয়।