১৯শে এপ্রিল, ২০২৫, ২০শে শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন কক্সবাজারের রিপাসহ চার নারী ক্রীড়াবিদ
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
কক্সবাজার লাইট হাউস পাড়ার চাঁদাবাজ, জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে এনসিপি প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
টেকনাফে বিজিবি’রপৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১
বড় ভাইয়ের দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে ছোট ভাইকে অপহরণের চেষ্টা  থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে : জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান
দুনিয়া ও আখেরাতের একমাত্র শান্তি ও মুক্তির পথ ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে: শামসুল আলম বাহাদুর
টেকনাফে চাহিদার অতিরিক্ত লবণ আমদানী,দেশীয় উৎপাদিত লবণ শিল্পধ্বংশের বির প্রতিবাদে সভা অনুষ্ঠিত
টেকনাফের পাহাড় থেকে ১০দিন ধরে নিখোঁজ টমটম চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
দেশবাসীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা
ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে শ্রমিক প্রতিনিধিদের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে : শামসুল আলম বাহাদুর
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৬
টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: জমি উদ্ধারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
টেকনাফে ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

নিউজ ডেক্স

বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন মন্তব্য করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধি প্রচারণা, হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ‘পতিত স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ভারতকে দিয়ে বাংলাদেশবিরোধি প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন। ভারত সরকারকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।
এ সময় মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে আবারো গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ। সমাবেশে ফ্রন্ট নেতাদের পাশাপাশি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব আনিছুর রহমান লাকু।
সমাবেশে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের পীরগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবীন চন্দ্র মোহন্ত বলেন, ‘ভারতে সহকারী হাইকমিশনে মৌলবাদী হিন্দুরা হামলা করেছে। আমরা রংপুরের সকল হিন্দুদের পক্ষ থেকে তাই প্রতিবাদে মাঠে নেমেছি। আমরা ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছি। শান্তি সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। আমাদের এই দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই সম্প্রীতিতে বসবাস করি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যেকোনো শত্রুকে মোকাবিলা করার ক্ষমতা আমাদের বাংলাদেশের আছে। আমরা ভারতকে বলতে চাই, তারা যেন আমাদের বিষয়ে নাক না গলায়। অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায়।’
ফ্রন্টের রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক পার্থ সাহা জানান, ‘আমরা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিতে আছি। আমরা ভারতীয় নাগরিকদের জানাতে চাই। হিন্দুরা বাংলাদেশে শান্তিপূর্ণ সহ-অবস্থান করছে। আপনারা কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না।’
রংপুর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব রায় জানান, ‘বাংলাদেশে আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই এক, অভিন্ন নই। আমরা সুন্দরভাবে বসবাস করছি কোনো সাম্প্রদায়িক ঝামেলা ছাড়াই। কিন্তু পতিত হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারকে উস্কে দিয়ে আগরতলায় বাংলাদেশের অ্যাম্বাসিতে হামলা ও পতাকা পুড়িয়ে দিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাতে মিছিল করছি। এরপর যদি কেউ এ ধরণের ঘটনা ঘটায় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবো।’

বিপ্লব রায় আরও বলেন, ‘বাংলাদেশে সনাতনি সম্প্রদায়ের ওপর যে নির্যাতনের কথা বলা হচ্ছে তা মিথ্যা। পতিত আওয়ামী লীগের যে পেতাত্মারা আছে তাদের যোগসাজসে ভারতের কিছু মিডিয়া বিভিন্ন মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। এর মূল কারণ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তা হতে দিবে না।’
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট রংপুর জেলার সভাপতি বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং মুসলমান ভাইয়েরা আমরা আগে থেকেই ঐক্যবদ্ধ। তা আজকের নয়, এটা আমাদের শত বছরের ঐক্য। ভারতীয় যে দালালরা পতিত হাসিনার ইন্ধনে মিথ্যা প্রচারণা, হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এরা হাসিনার পতনকে মেনে নিতে পারেনি। তাদেরকে জানাতে চাই, আমাদের ঐক্য এখন আগের চেয়েও মজবুত। আমরা ১০ ভাগ হিন্দু বাংলাদেশে যে সম্মানের সাথে বসবাস করি। পৃথিবীর কোনো রাষ্ট্রে এ ধরণের সংখ্যালঘু লোক বসবাস করার নজির নেই। এরপর যদি আর ষড়যন্ত্র করা হয় আমরা সকলে মিলে এর জবাব দিব।

শেয়ার করুনঃ