
বিজয় দিবস উপলক্ষে হ্নীলা ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার রাজনৈতিক সচেতন ইউনিয়ন হ্নীলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় হ্নীলা আল ফালাহ একাডেমি মিলনায়তনে
ইউনিয়ন জামায়াতের তরবিয়ত সেক্রেটারি সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ ফোরকান আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম মাহমুদ, সাবেক ছাত্রনেতা ও উখিয়া রাজাপালং ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ,হ্নীলা ৩ নং ওয়ার্ড সভাপতি মাস্টার ফরিদুল আলম বিএসসি, যুববিভাগের হ্নীলা ইউনিয়ন সভাপতি মোক্তার হোসেন সোহেল,৪ নং ওয়ার্ড সভাপতি কামাল হোছাইন, বিশিষ্ট জামায়াত নেতা কামাল আহমদ,৫ নং ওয়ার্ড সেক্রেটারি হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা মূসা কলিম উল্লাহ,সাংস্কৃতিক ও সমাজ কর্মী জিয়াউল হোছাইন কায়সার প্রমুখ।
বক্তারা বলেছেন বিজয়ের এই দিবস কে আরো শানিত করার জন্য ইসলাম কে বিজয়ী শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে,তা না হলে পূর্ণাঙ্গ বিজয়ের সাধ পাওয়া যাবেনা। তাই জামায়াতে ইসলামীর ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।####