
টেকনাফের হ্নীলায় এক বাড়িতে নগদ টাকা স্বর্ণালংকার লুট পাট ও ভাংচুরের অভিযোগ।
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
টেকনাফের হ্নীলা নাটমুরা পাড়া এলাকায় এক বাড়িতে দিন দুপুরে নগদ টাকা স্বর্ণালংকার লুট পাট ও বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাটবমুরা পাড়া এলাকায় ঘটেছে এঘটনা।
ঘটনার বিবরণ,থানায় দেয়া অভিযোগ ও প্রত্যক্ষদর্শিদের সাথে কথা বলে জানা গেছে নাট মুরা পাড়া এলাকার মৃত, মোগল আহমদের দুই ছেলে ইব্রাহিম খলিল ও কলিম উল্লাহর আত্নীয় স্বজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঘটেছে এঘটনা। দুই দফা ঘটানাে উক্ত ঘটনায় কলিম উল্লাহ পক্ষের লোকজন কলিম উল্লাহ, কায়সার রেদোয়ান আরো বাড়িতে থাকা সঙ্গীয় লোকজন বাড়ির পাশে ময়লা ফেলানো কে কেন্দ্র করে ১ম দফায় ইব্রাহিম খলিলের বাড়ি ভাংচুর নগদ টাকা, স্বর্ণালংকার লুট পাট ও ইব্রাহিম খলিলের বাড়িতে বেড়াতে আসা তার এক গর্ভবতী মেয়ে কে মারধর করে গুরুত্বর ঝখম করে আহত করে ফেলে রাখে।এঘটনার খবর পেয়ে পিতা ইব্রাহিম খলিল দ্রুত ৯৯৯ এ কলদিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে দুই অভিযুক্ত কে আটক করে নিয়ে যায় বলে জানান ইব্রাহিম খলিল।
পরে আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর থানায় অভিযোগ করতে যায়।
খবর পেয়ে কলিম উল্লাহ পক্ষের লোকজন রাত ৯ টার দিকে পুনরায় ঘটনা ঘটিয়ে ইব্রাহিম খলিলের ছেলে ৩ নং স্বাক্ষী কে চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়।এঘটনায় কলিম উল্লাহ পক্ষের ৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ইব্রাহিম খলিল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগে মারামারি,বাড়ি ভাংচুর, নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা,ও স্বর্ণালংকার লুট পাটের অভিযোগ এনেছে বাদী পক্ষ।
এদিকে ঘটনার ব্যাপারে এলাকার বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে চাইলে সবার মুখে চাপা ক্ষোভ দেখা গেলেও কেউ ঘটনার বিষয়ে মূখ খুলেনি।
তবে বিষয়টি নিয়ে কলিম উল্লাহ পক্ষের কলিম উল্লাহর সাথে কথা বললে সে পাল্টা অভিযোগ করে বসে তবে একজন ভাই বলে তিনি কারো কাছে কোন অভিযোগ করেন নি বলে জানান।###