
বীর শহীদদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না: জামায়াতের আমির
নিউজ ডেক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন,বীর শহীদদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না। চাঁদাবাজ-দখলদার হওয়া যাবে না। এটা যারা করবেন, তারা ঘৃণিত হবেন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর ঈদগাহ্ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় আমীর এ কথা বলেন।
দলের নেতাকর্মীদের সতর্ক করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির বলেন, একদল চাঁদাবাজি করে চলে গেছে। আরেক দল এসে করুক, আমরা এটা চাই না। দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে?আগের হাতবদল হয়েছে শুধু। এ জন্য তো এতে মানুষ শহীদ হন নি। ফুটপাত, হাটঘাট, বালুমহাল, জলমহাল দখল, চাঁদাবাজিতে কোনো নেতাকর্মী পা দেবেন না।