
নির্বাচনের নামে ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বিএনপি নেতা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র করলে তা দেশের মানুষ মেনে নেবে না। ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।
গত কাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রিজভী এ কথা বলেন।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে জনগণ তা কোনভাবে মেনে নেবে না। দ্রব্য মূল্যের দাম কমানো না গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবেন।
বিএনপি নেতা বলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সহযোগিতায় রাষ্ট্রকে অপরাধী বানিয়ে ছিলেন। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে ও তিনি ভারতের সহযোগিতা নিয়েছিলেন। শেখ হাসিনার আমলে গত ১৫ বছরে কথা বললেই মানুষ গুম, খুন হতে হতো। আলেমরা ছিল সব থেকে বেশি নির্যাতনের শিকার।