
বড় যুদ্ধ অপেক্ষা করছে সামনে: তারেক রহমান
নিউজ ডেস্ক
দেশের বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দুই হাজার মানুষকে হত্যা করেছেন ও ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করেছেন। স্বৈরাচার বিদায় নিয়েছে।
আমাদের এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে। এখন দেশকে গড়তে ও পুনর্গঠন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
আমরা বিএনপি পরিবার এর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। গত ২০১৪ সালের ১৮ জানুয়ারি নীলফামারী সদর উপজেলায় র্যাবের “বন্দুকযুদ্ধে” বিএনপির নেতা গোলাম রব্বানী নিহত হয়। তার পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে জনসভাটির আয়োজন করা হয়।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের আস্থা, আশা রক্ষা করাই এখন আমাদের বড় কাজ। জনগণের আস্থা ধরে রেখে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গত ১৬ বছরে বিএনপির বহু নেতা-কর্মীর বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেয় হাসিনা সরকার।
তারেক রহমান আরো বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের হাতে নীলফামারীর বিএনপি নেতা গোলাম রব্বানীর মতো বহু সহকর্মী খুন হয়েছেন। জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের ৫ শতাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। আমরা এই নির্যাতনের জবাব তাদের মতো করে দেব না। তারা অধম বলে আমরাও অধম হব না। আমরা সব নির্যাতনের জবাব ৩১ দফা সফল করার মাধ্যমে দেব।