
আবেগ আপ্লুত হয়ে কান্নায় পড়লেন মা ছেলে
বিশেষ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ৭ বছরের প্রতীক্ষার পর নিজের মাকে কাছে পেয়ে আবেগে ভেঙে পড়লেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ৪র্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানেই অপেক্ষায় ছিলেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরের লাউঞ্জ থেকে বের হওয়ার সাথে সাথে নিজের মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘদিনের বিচ্ছেদ শেষে মা-ছেলের এ মিলন মুহূর্ত আবেগে ভাসায় উপস্থিত সবাইকে।মা ছেলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া দুজনই কান্নায় ভেঙে পড়েন।
এই সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব হযরত আলী খান ফুল দিয়ে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। পরিবারের সঙ্গে অল্প কিছুক্ষণ সময় কাটানোর পর খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হয়।
তার আগে, বিএনপির চেয়ারপারসন সর্বশেষ গত ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। তারপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমদসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।