
টেকনাফ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দেয়া দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিতে এক সার ডিলারকে চাপ প্রয়োগের অভিযোগ
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেয়া দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিতে এক সার ডিলার কে নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে সংশ্লিষ্ট বিসি আইসির সার ডিলার হ্নীলা এজেন্সির সত্বাধিকারী জালাল উদ্দিন এর প্রতিকার চেয় কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে আরো একটি অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন।
গত ১২/০১/২০২৫ ইং জেলা প্রশাসক বরাবরে দেয়া অভিযোগের ভিত্তিতে জানাগেছে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম গত জুলাই ২০২২ ইংরেজি টেকনাফে যোগদান করার পর থেকে সার ডিলারদের মাঝে সার বিলি বন্টনে অনিয়ম দূর্নীতি করে আসছে।
সার ডিলার জালাল উদ্দিন বলেছেন বিগত ২০০২ সাল থেকে ২ নং হ্নীলা ইউনিয়নের এক জন সার ডিলার হিসেব সরকারী লাইসেন্স প্রাপ্ত হয়ে হ্নীলা বাস স্টেশনে সার এজেন্সির দোকান ও গুদাম খুলে সুনামের সহিত কৃষকদের মাঝে সময়োপযোগী সার বিলি বন্টন করে যাচ্ছি।
সততার সহিত ব্যবসা করতে গিয়ে কোন অন্যায় কে প্রশ্রয় দেয়নি,এমন কি বিসি আইসির সার ডিলারদের মাঝে সার বিলি বন্টনের সময় টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তার নানা অনিয়ম দূর্নীতি দেখলে প্রতিবাদ করতাম। কিছু দূর্নীতিগ্রস্থ সার ডিলার নিজেদের আখের গোছাতে তার দূর্নীতি অনিয়মের পক্ষে সাপাই গাইতেন। এবং টাকার বিনিময়ে নিজ এলাকার কৃষি জমির পরিমানের তুলনায় দ্বিগুণ সার বরাদ্ধ নিতেন এগুলোর কেউ প্রতিবাদ করলেই উক্ত কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম নানা ভাবে তিরস্কার ও লাইসেন্স বাতিলের ভয়ভীতি দেখাতেন। এই রকম অনিয়ম,দূর্নীতির প্রতিকার চেয়ে উক্ত সার ডিলার জালাল উদ্দিন ইতিপূর্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আরো ৮ বার লিখিত অভিযোগ দিয়েছিল যা জেলাপ্রশাসক বরাবরে দেয়া সর্বশেষ অভিযোগে তারিখ ওয়াইস লিপিবদ্ধ রয়েছে। এসব অভিযোগ গুলো সুচতুর কৃষি কর্মকর্তা মোটাংকের বিনিময়ে ম্যানেজ করে ফেলতেন।
এবং টাকার বিনিময়ে এই সমস্ত অভিযোগের কিছুটা শিথিলতা আনতে সক্ষম হলে ও অভিযোগের শেষ রক্ষা করতে না পেরে বর্তমানে তার লাইসেন্স বাতিল সহ নানা ভাবে ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন সার ডিলার জালাল উদ্দিন।
এব্যাপারে বক্তব্য নিতে কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের মুটোফোনেএকাধিকবার যোগাযোগ করাহলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।####