
আমীরে জামায়াতের সফর উপলক্ষে জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান -এর ৮ ফেব্রুয়ারি কক্সবাজার আগমন উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলনের এক প্রস্তুতি সভা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে ২০ জানুয়ারি, সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, মহেশখালী দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিম, কুতুবদিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আমীন, উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ। প্রস্তুতি সভায় জেলা আমীর উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে ৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের সফর উপলক্ষে গৃহীত কর্মী সম্মেলন ও বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা কে সুসম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কর্মী সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম যেন নির্বিঘ্ন ও সুশৃংখলভাবে হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সম্মেলন সফল আয়োজনের জন্য প্রশাসন,
আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য: ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।