
টেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার!
শামসুল আলম শারেক টেকনাফ (কক্সবাজার)।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মায়ানমার থেকে দেশে পাচারের সময় নাফনদী থেকে ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এই সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান,
গোপন সংবাদে ভিত্তিতে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশেশের টেকনাফের লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির দুটি পৃথক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাঁধে থাকা বস্তা নাফ নদীর পাড়ে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযান চলাকালে মাদক বহনের সঙ্গে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।###