
টেকনাফে হামলা ও লুটপাট চালিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা
সিদ্দিকুর রহমান :
কক্সবাজার টেকনাফের খারাংখালী স্টেশনে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা নিলেও অপর ২জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গত কাল মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনে এ ঘটনা হয়। ঘটনায় আহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে হাবিব উল্লাহ (৫৫) ও তার ভাই রহমত উল্লাহ (৪৯), ছেলে আয়াজ উদ্দিন (৩০) এবং রহমত উল্লাহ’র স্ত্রী মায়মুনা আক্তার (৪০)।
এদের মধ্যে হাবিব উল্লাহ ও রহমত উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আহত অপর দুজন প্রাথমিক চিকিৎসাধীন হাসপাতালে অবস্থান করছেন।