
দেশে বিপদে নেতা কর্মীরা থাকলেও নিরাপদে হাসিনাসহ তার স্বজনরা
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাবেক এমপি-মন্ত্রীদের প্রায় সবাই হামলা-মামলায় জড়িত হলেও নিরাপদ আশ্রয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট-স্বজনরা। তারা গত সাড়ে ১৫ বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যসহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
তার মধ্যেই মন্ত্রী ও সমপদমর্যাদায় ছিলেন ৪জন।আওয়ামিলীগ আমলে এমপি হয়েছেন অন্তত ১০ জন।২ সিটিতে মেয়র হয়েছেন ৩ জন। সহযোগী সংগঠনের প্রধান হয়েছেন ১জন। বৈধ ও অবৈধভাবে সর্বোচ্চ সুবিধায় ছিলেন। অথচ পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সবাই আগেই নিরাপদ আশ্রয়ে চলে যায়। একমাত্র শেখ পরিবারের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেপ্তার হয়।
পালাতক বাকিদের অবস্থান কেউ নিশ্চিত করতে পারছেন না। গত ৫ আগস্টের পর গ্রেপ্তারের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। তার আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের তালিকা দেয়। তাঁর বোন ও তাঁদের ছেলেমেয়ে ছাড়া কোনো আত্মীয় নেই বলে দাবি করেন। পরিবারের সদস্য ছাড়াও তাঁর নিকটাত্মীয় রয়েছেন। যারা দীর্ঘদিন ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন। সাধারণ মানুষদের শাসন ও শোষণ করেছেন। নিয়ন্ত্রণ করেছেন রাষ্ট্রক্ষমতার সবকিছু।