
আমীরে জামায়াতকে বরণ করতে কক্সবাজারের শ্রমিক জনতা প্রস্তুত
আব্দুর রহমান হাশেমী, কক্সবাজার থেকে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখা কর্তৃক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল ও পথসভা করেছে।
শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম ইউ বাহাদুরের সঞ্চালনায় ৪ ফেব্রুয়ারী বাদ আসর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে উক্ত স্বাগত মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকানস্থ পেট্রোল পাম্পে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা উপদেষ্টা জননেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাইদুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, কক্সবাজার শহরের অন্যতম উপদেষ্টা জননেতা রিয়াজ মুহাম্মদ শাকিল, জেলা পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, পর্যটন অঞ্চল সভাপতি মুহাম্মদ শাহজাহান, দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, হাসপাতাল শ্রমিক ইউনিয়ন সভাপতি মোক্তার আহমেদ, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, কক্সবাজার শহরের সহ-সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক আবদুল হাকিম মাসুম প্রমূখ।